Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মূর্তি অবিলম্বে সরিয়ে ফেলুন- ড. আসাদুল্লাহ আল-গালিব

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রাচীন গ্রিক দেবী থমাসের পূর্ণদেহী মূর্তি স্থাপনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন ‘আহলেহাদিছ আন্দোলন বাংলাদেশ’-এর আমিরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুলাহ আল-গালিব। গতকাল শুক্রবার রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় জামে মসজিদে প্রদত্ত জুম’আর খুতবায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, মূর্তি ভাঙা জাতি মুসলমানের দেশে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে দেবী মূর্তি স্থাপন তাওহিদের বিরুদ্ধে শিরকের যুদ্ধ ঘোষণার শামিল। অতএব এ মূর্তি অবশ্যই অপসারণ করতে হবে। নইলে আলাহ্র গযবে দেশ ধ্বংস হয়ে যাবে। মূর্তিস্থাপন নয়। বরং আদালত আলল্লাহর বিধান অনুযায়ী দেশে ন্যায়বিচার কায়েম হোক এটাই সকলের কাম্য।



 

Show all comments
  • zinia ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ৯:৪৪ পিএম says : 0
    জনাব ঠিক বলেছেন, এ ব্যাপারে উনার সাথে আমি এক মত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ