মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় প্রথমবারের মত বিমান থেকে ত্রাণ ফেলেছে জাতিসংঘ। ইসলামিক স্টেটের হাতে অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরে ২১ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয়েছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান স্টিফেন ওব্রিয়েন গত বুধবার নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন। দেইর আল-জোর শহরে দুই লাখ মানুষের বসবাস। সম্প্রতি জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার অবরুদ্ধ নাগরিকদের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অনাহারের কারণে এসব এলাকার জনগণ অপুষ্টিতে ভুগছে এবং না খেতে পেরে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে ৪ লাখ ৮০,০০০ মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। এছাড়া দেশটিতে আরো ৪০ লাখ মানুষ রয়েছে, যাদের কাছে সাহায্য নিয়ে পৌঁছানো রীতিমত কঠিন। সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনার পর গত সপ্তাহে কয়েকটি জায়গায় সড়কপথে সাহায্য পাঠানো হয়েছে। শতাধিক লরিতে করে অবরুদ্ধ প্রায় ৮০,০০০ লোকের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে জাতিসংঘ। তবে দেইর আল-জোরে কোনোভাবেই ত্রাণ পৌঁছানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত গত বুধবার বিমান থেকে অবরুদ্ধ এলাকাটিতে ত্রাণ ফেলা হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।