Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাহরাইনে সুন্নি নেতার এক বছরের কারাদন্ড

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাহরাইনে সুন্নি নেতার এক বছরের কারাদন্ড

ইনকিলাব ডেস্ক : বাহরাইনের একটি আদালত গত বুধবার একজন সুন্নি বিরোধী দলীয় নেতাকে সরকারের বিরুদ্ধে উস্কানি দেয়ার দায়ে এক বছরের কারাদ- দিয়েছে। তবে তার বিরুদ্ধে আদালত বল প্রয়োগে রাজনৈতিক পরিবর্তনে সহায়তা দেয়ার আরেকটি অপেক্ষাকৃত গুরুতর অভিযোগ বাতিল করেছে। এক বিচারিক কর্মকর্তা এ কথা জানান। দ-প্রাপ্ত সুন্নি মতাবলম্বী ইব্রাহিম শরিফের ধর্মনিরপেক্ষ ওয়ায়েদ মুভমেন্ট শিয়া সংখ্যাগুরু দলগুলোর পাশাপাশি ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়। ইব্রাহিম শরিফ তার বিরুদ্ধে আনীত অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন। এদিকে বাইরাইনের প্রসিকিউটর জেনারেল এক বিবৃতিতে উচ্চ ফৌজদারি আদালতের এ সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করে গুরুতর অভিযোগটি নিয়ে আপিল করার সম্ভাবনার প্রসঙ্গটি তুলে ধরেন। শরিফ ইতোমধ্যে ২০১১ সালের বিক্ষোভে জড়িত থাকার জন্য পাওয়া পাঁচ বছর কারাদ-ের মধ্যে চার বছর কারা ভোগ করেছেন। গত জুনে বাদশাহর সাধারণ ক্ষমায় তিনি মুক্তি পান। তবে আরব-বসন্ত বিক্ষোভে নিহত একজনের স্মরণসভায় বক্তৃতা করার পরের মাসে তাকে আবার গ্রেফতার করা হয়। মানবাধিকার সংগঠনগুলো জানায়, ২০১১ সালের পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটিতে অন্তত ৮৯ জন নিহত, শত শত জনকে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করা হয়েছে। কয়েক ডজন ভিন্নমতাবলম্বীকে কারাগারে রাখা হয়েছে এবং অনেকের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাহরাইনে সুন্নি নেতার এক বছরের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ