Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাক সেনা প্রধানের চাকরির মেয়াদ নিয়ে প্রদত্ত বিবৃতি অস্বীকার জারদারির

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পিপলস পার্টি বা পিপিপির কো-চেয়ারপার্সন আসিফ আলী জারদারির একটি বিবৃতি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিবৃতিতে জারদারি দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের চাকরির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং একে অপরিপক্ব বলে মন্তব্য করেছিলেন। কিন্তু এ বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের বেসরকারি নিউজ চ্যানেল জিও নিউজের সাংবাদিক হামিদ মীরকে টেলিফোন করে এ বিবৃতি দেয়ার বিষয়টি অস্বীকার করেন জারদারি। এদিকে পিপিপির প্রবীণ নেতা কামার জামান কারিয়া বলেছেন, এ বিবৃতি দলের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে দেয়া হয়নি। অবশ্য বিবৃতির মূল বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু বলেন নি কারিয়া। এ বিবৃতি কিভাবে প্রকাশ হলো জানতে চাওয়া হলে তিনি বলেন, সংবাদটি যারা প্রকাশ করেছে তারাই এ প্রশ্নের উত্তর দিতে পারবে। বিবৃতিতে দেয়া বক্তব্যের বিষয়েও কোনো বিরোধিতা করে নি পিপিপি। অবশ্য পিপিপি গণতন্ত্রপন্থি এবং প্রশাসন বিরোধী অবস্থান নেয় বলে যে ধারণা রয়েছে এ বিবৃতির বক্তব্য তার সঙ্গে খাপ খায় না। জিও নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাক সেনা প্রধানের চাকরির মেয়াদ নিয়ে প্রদত্ত বিবৃতি অস্বীকার জারদারির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ