Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে মুসলিম তরুণীর চ্যালেঞ্জ

মনোনয়ন প্রত্যাশী যুদ্ধবাদীর মুসলমান হত্যার আহ্বানের জবাব

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হামলায় নিহত এক মুসলিম ছাত্রের বোন পদার্থবিদ ড. সুজানা বারাকাত তার মুখোমুখি হওয়ার জন্য সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মুসলমানদের হত্যা করার আহ্বান জানানোর পর ট্রাম্পকে ওই চ্যালেঞ্জ জানালেন তিনি। অবশ্য ডোনাল্ড ট্রাম্প এখনো সুজানের আহ্বানে সাড়া দেননি। সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের চার্লসটনে গত শুক্রবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পরোক্ষভাবে শুকরের রক্তে ডোবানো বুলেট দিয়ে মুসলমানদের হত্যা করার আহ্বান জানিয়েছেন সমালোচিত ও যুদ্ধবাজ হিসেবে ধিকৃত ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় সান ফ্রান্সিসকোর পদার্থবিদ ড. সুজানা বারাকাত বলেছেন, ট্রাম্পের ওই মন্তব্যের পাশাপাশি তার মুসলিম বিরোধী আগের বাগাড়ম্বরগুলো আমেরিকায় এমন একটি পরিবেশ তৈরি করেছে যার পরিণতিতে অনেক রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে।
ট্রাম্প গত শুক্রবার তার ভাষণে সন্ত্রাস বিরোধী যুদ্ধের কথা বলতে গিয়ে জেনারেল জন পারশিং নামে কথিত একজন সাবেক সেনাপ্রধানের কথা উল্লেখ করেন; যদিও ইতিহাসে ওই নামে কোনো জেনারেলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যুদ্ধবাজ রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির সম্ভাব্য এ প্রেসিডেন্ট প্রার্থীর দাবি, জেনারেল পারশিং ৫০ জন মুসলিম বিদ্রোহীদেরকে গ্রেফতার করার পর তাদের মধ্যে ৪৯ জনকে শুকরের রক্ত মাখানো বুলেট দিয়ে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ২৮ বছর বয়সি সুজান বারাকাত ট্রাম্পের ওই বক্তব্য শোনার পর এক টুইটার বার্তায় ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, আপনি পারলে ব্যক্তিগতভাবে আমার মুখোমুখি হয়ে বুকে হাত রেখে বলুন, আমার ভাই শাদি ও তার স্ত্রী গুলি করে হত্যা করার মতো কোনো অপরাধ করেছিল কিনা। সুজানার ভাই জিয়া শাদি বারাকাত এক বছর আগে তার স্ত্রী ইয়াসেরি আবু-সালাহ ও তার বোন রাজান আবু-সালাহ নিজ বাসভবনে এক বন্দুকধারীর গুলিতে নিহত হন। নিহত হওয়ার মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন শাদি বারাকাত। নিহত তিনজনই নর্থ ক্যারিলনার একটি ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিল শহরের পুলিশ ওই হত্যাকা-ের প্রধান সন্দেহভাজন হিসেবে তাদের প্রতিবেশী ক্রেইগ স্টিফেন হিক্সকে আটক করেছে। ওই খুনি বর্তমানে ডারহাম শহরের একটি কারাগারে বন্দি আছে। এ ছাড়া, নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সুজানা বলেছেন, ট্রাম্প এমনভাবে কথা বলেন যাতে মনে হয় যুক্তরাষ্ট্রের সব মুসলমান তার কেনা গোলাম। যদি তার মনোভাব সত্যিই তাই হয়ে তাহলে তিনি আমার সঙ্গে দেখা করতে পারেন যাতে আমরা দুজন কিছুক্ষণ আলাপ করতে পারি। নিউইয়র্ক টাইমস।



 

Show all comments
  • Sultan Gazi ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪৪ এএম says : 0
    অনেক ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Khalid Hasan ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৪৭ এএম says : 0
    thanks suzana
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পকে মুসলিম তরুণীর চ্যালেঞ্জ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ