প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ারের নতুন গল্পগ্রন্থ ‘কেন বল মন রেখে দিলে’। বইটিতে স্থান ৮টি গল্প রয়েছে। আহসান সারোয়ার বলেন, গত বছরের বইমেলায় ‘ওর চোখে বিকেলের ছায়া’ বইটা লিখেছিলাম। বইটি পাঠকরা খুব পছন্দ করার ফলে নতুন গল্প গ্রন্থ লেখা হলো। আটটি গল্প থেকে আট রকমের স্বাদ পাবে পাঠক। বিশেষ করে ‘শ্রীকান্ত ও মায়া কাহিনী’-এর কথোপকথনগুলো পাঠকদের মনে আলাদা আনন্দ দেবে। কলি প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলায় স্টল নং ৩৬৭-৩৬৮তে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার শিশুতোষ চলচ্চিত্র ‘আমরা করবো জয়’ পরিচালনা করেন। চলচ্চিত্রটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়। এ বছর নিজের লেখা কাহিনী ও পরিচালনায় ‘রং ঢং’ চলচ্চিত্রটি নিয়ে শিগগিরই দর্শকের সামনে হাজির হবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।