Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ৬ যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে বিভিন্ন যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় ১২ মণ ইলিশের পোনা জাটকা জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের বিরুদ্ধে আটককৃত জাটকা হোটেল এবং অন্যত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে নৌ-পুলিশ এসব জাটকা বা টেম্পু ইলিশ বিক্রির অভিযোগ অস্বীকার করেছে। সোমবার দিবাগত রাতে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করেন। চাঁদপুর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, এমভি ফয়সাল ২ ও ফয়সাল ৫ থেকে ৩ ড্রাম, এম ভি কোকো ১ ও কোকো ৫ থেকে ৩ ড্রাম, এম ভি ছাব্বির ১ থেকে ১ ড্রাম এম ভি শ্রীনগর ২ থেকে ১ ড্রাম জাটকা জব্দ করা হয়। সব মিলিয়ে ১২ মণ জাটকা ইলিশ আটক করে নৌ পুলিশ। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জাটকা কোল্ড স্টোরেজে নিয়ে রাখা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা হিরা। তিনি জানান, আটককৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাসহ গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ