Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আমদানি-রফতানি বাণিজ্যকে গতিশীল করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যকে আরো গতিশীল করা ও বন্দরের অবকাঠামোগত উন্নয়নে গতকাল মঙ্গলবার বেনাপোল বন্দর অডিটোরিয়ামে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ, সিএন্ডএফ অ্যাজেন্টস কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী। আমদানি-রফতানি বাণিজ্যকে গতিশীল ও বন্দরের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন কাস্টমস কমিশনার শওকাত হোসেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আ. সালাম, ভারত-বাংলাদেশ চেম্বর অব কমার্সের বন্দর সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল সিএন্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মহসিন মিলন ও বন্দরের উপ-পরিচালক আ. জলিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানি

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ