Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় গ্রাম পুলিশের নামে ভিজিডি কার্ড

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুস্থ অসহায় দারিদ্র্যদের ভিজিডি কার্ডের চাল পাচ্ছে গ্রাম পুলিশের সদস্যরা । এ অভিযোগ উঠেছে উপজেলার ১০নং শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব উজ্জল বালা বলেন ১০ জন গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে ৮ জন সদস্যের নাম রয়েছে দুস্থদের তালিকায়, তারা হলেন নির্মল বৈদ্য, তপন বাড়ৈ, রতন বালা, রাজ্জাক খান, বিজয় হালদার, গকুল ভাবুক, কুদ্দুস খান, ও মহল্লাদার (দফাদার) ইখতিয়ার খান এরা আগে কখনো পেতো না এবার প্রথম তবে তাদের সরাসরি দেয়া হচ্ছে না পরিবারে সদস্য অথবা প্রতিবেশীদের মাধ্যমে এ সুবিধা পাচ্ছেন। চাল দেয়ার কোনো নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন কোনো নিয়ম নেই চেয়ারম্যান ও মেম্বরগণ হয়তো তাদের নাম প্রস্তাব করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্ড

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ