বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ভালুকায় প্রকৃত মুক্তিযোদ্ধা তারাফ হোসেন পাঠানকে ভুয়া মুক্তিযোদ্ধা সাজাতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একটি মহলের কারসাজিতে বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়ার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি মহলটি।
জানাযায়, ভালুকা থানা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাফ হোসেন পাঠান, খারুয়ালী গ্রামের মরহুম আব্দুল কাদির পাঠানের সন্তান। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার মেজর আফসার বাহিনীর নেতৃত্বাধীন কোম্পানি কমান্ডার স্থানীয় মামুদপুর গ্রামের বসিন্দা মৃত দুলু মিয়ার সাথে ভালুকার বিভিন্ন রণাঙ্গনে সন্মুখযুদ্ধে লিপ্ত ছিলেন। তাঁর গেজেট নং ৪৭৩৭ তাং ১৪/৫/২০০৫ ইং।
ভালুকা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি মো: খোরশেদ আলম জজ মিয়া জানান, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডারের সুপারিশক্রমে আমি তারাফ হোসেন পাঠানকে বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর স্বাক্ষরিত সাময়িক সনদপত্র দিয়েছিল। যার তাং ৬/৫/২০১৪ যার সনদ নং ম-১৯৮৬৭০।
অথচ আমাকে একটি মহলের কারসাজিতে ষড়যন্ত্রমূলকভাবে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে রণাঙ্গনে সন্মুখযুদ্ধে অংশগ্রহণ করার পরও মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়ার ষড়যন্ত্র করছে। এই ঘটনায় ভালুকা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।