Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাচাই বাচাইয়ের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় শতাধিক মুক্তিযোদ্ধা

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস: ময়মনসিংহে প্রত্যয়পত্র না পাওয়ায় মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা। এনিয়ে জীবনের শেষ প্রান্তে এসে পরিবার-পরিজন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় মুক্তিযোদ্ধা।
অভিযোগ রয়েছে, মুক্তিযোদ্ধা যাচাই বাচাইয়ের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। কমিটির সদস্যদের সাথে যোগসাজস করে একটি চক্র এ বাণিজ্য করছে।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে নেতৃত্বে এবং তার আহ্বানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙালিরা ঝাপিয়ে পড়েছিল বাংলাদেশকে শত্রুমুক্ত করতে। কিন্তু সময়ের বির্বতনে সেই মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাইয়ে কেড়ে নেয়া হচ্ছে অনেক মুক্তিযোদ্ধার স্বীকৃতি। জানাযায়, যাচাই-বাচাই করার জন্য গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাদের আবেদন করতে হয়। সেই আবেদনের সাথে তিন জন লাল বার্তা অথবা ইউনিট কমান্ডারের প্রত্যয়নের প্রয়োজন হয়। ফলে প্রত্যয়নপত্রের নামেও চলছে বাণিজ্য।
মুক্তিযুদ্ধকালীন ভালুকা সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিনের ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ও ভালুকা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি মো: খোরশেদ আলম জজ মিয়া ক্ষোভের সাথে বলেন, যে সকল লাল বার্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডারগণ টাকার বিনিময়ে প্রত্যয়নপত্র বিক্রি করছেন। কিন্তু হতদরিদ্র মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা টাকা দিতে পারছেন না তারা প্রত্যয়ন পত্র পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
ফলে জীবনে ক্লান্তিলগ্নে প্রত্যয়নপত্র না পাওয়া মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়ার ভয় ও আতঙ্কে অনেক মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জজ মিয়া দাবি করেন, এ যন্ত্রণায় অনেকের মৃত্যুর ঘটনা ঘটার আশঙ্কা করেছেন একাধিক মুক্তিযোদ্ধারা। তিনি প্রশ্ন রেখে বলেন, এ দায় ভার কার? এদের অভিশাপ থেকে রক্ষা পাওয়ার উপায় কি ? এ প্রশ্ন প্রকৃত মুক্তিযোদ্ধাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাচাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ