Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্র:- মাটিতে নামাযরত ব্যক্তির সামনে কাপড় বা জায়নামায রেখে দিলে, এর উপর সিজদাহ করলে কোন অসুবিধা আছে কি?
উ:- না, কোন অসুবিধা নেই।
প্র:- জুমআ, যোহর ও আসরের নামাযে ইমামের জন্যে সিজদাহর আয়াত পড়া কি ঠিক?
উ:- না, মাকরূহ। (আলমগীরী)
প্র:- নামাযের মধ্যে একই আয়াত কি বার বার পড়া কি?
উ:- বিশেষ কারণ ছাড়া ফরয নামাযে পড়া মাকরূহ। নফল নামাযে বার বার একই আয়াত পড়াতে কোন অসুবিধা নেই।
প্র:- অনেকে সিজদায় যাওয়ার সময় হাত দিয়ে পাজামা-পাঞ্জাবী সোজা করার চেষ্টা করে থাকে। এটা কি ঠিক?
উ:- এই রকম না করাই উচিত।
প্র:- ইমামত কাকে বলে?
উ:- সমাজের নেতৃত্ব দেয়াকে ইমামত বলে। সমাজ ও ধর্মীয় নেতাকে ইমাম বলে।
প্র:- ইমাম কয় প্রকার?
উ:- দুই প্রকার:
এক, ইমামতে কুবরাÑমানুষের সার্বিক কল্যাণের জন্যে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)Ñএর প্রতিনিধি হিসাবে সমাজের নেতৃত্ব দেয়া।
দুই, ইমামতে সুগরাÑনামাযের জামাআতে মুক্তাদীগণের নেতৃত্ব দেয়া।
প্র:- নাবালক ছেলের পিছনে ইকতিদা সহীহ হবে কি?
উ:- না, নাবালক ছেলের পিছনে প্রাপ্তবয়স্কদের ইকতিদা সহীহ হবে না।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ