Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর জেলা কারাগারে হুমায়ন প্রধান (২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা কারাগারে কারারক্ষীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর নির্বাহী ম্যাজিষ্টেট জেল সুপার হাসপাতালে ছুটে যান। চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
মতলব দক্ষিণ উপজেলার তেমাই গ্রামের আবদুল হাফিজ প্রধানিয়ার ছেলে রাজ মেস্তরী হুমায়ন প্রধানকে গত আড়াই মাস আগে কচুয়া থানা পুলিশ ইয়াবাসহ আটক করে। পুলিশ বাদি হয়ে মাদক মামলার আসামি করে তাকে আদালতে প্রেরণ করে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা করাগারে প্রেরণ করে। গত বৃহস্পতিবার মামলার হাজিরা দিতে হুমায়ন প্রধান আদালতে যায়। সেই সময় তার স্ত্রী সারমিন আক্তার খাবার নিয়ে আদালতে গিয়ে দেখা করে কথা বলেন। সুস্থ অবস্থায় হুমায়ন প্রধান আদালত থেকে জেলা কারাগারে যায়। জামিন না হওয়ার কারনে সে মানষিক ভাবে ভেঙে গিয়ে খুব অসুস্থ হয়ে পরেন। শুক্রবার বিকেলে সে মৃত্যুর কোলে ঢলে পরেন।
এদিকে মৃত হুমায়ন প্রধানের স্ত্রী সারমিন আক্তার ও তার চাচা ইব্রাহীম অভিযোগ করে বলেন, হুমায়ন প্রধান সুস্থ ছিলো। কি কারণে তার মৃত্যু হয়েছে তা আমাদের জানা নেই। সে যদি অসুস্থ থাকতো তাহলে বৃহস্পতিবার মামলার হাজিরা দিতে এসে আমাদের জানাতো। কারারক্ষিদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। হুমায়ন প্রধান ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে ২য়। তার বাবা আবদুল হাফিজ প্রধানিয়া ঢাকা ডেমরা‘য় একটি কারখানায় কাজ করে। ছেলের মৃত্যুর খবরে তিনি এখন দিশেহারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ