Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে তিনটি রেস্টুরেন্ট ও একটি বিউটিপার্লারকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসের বেগ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাভার থানা রোডের লন্ডনাস চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার, লংকা চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার, কালারস বিউটিপার্লারকে ৫ হাজার ও তালবাগের ইয়াম্মি ইয়াম্মি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মূল্য তালিকার সাথে অসঙ্গতি, পঁচা ও দূর্গন্ধযুক্ত খাবার প্রদানসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করায় চার প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসের বেগ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী তিনটি রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা জরিমানা এবং বিএসটিআই এর অনুমোদনহীন, জনস্বাস্থের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় একটি বিউটিপার্লরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কিছু নি¤œমানের কসমেটিকস জব্দসহ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভার

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ