Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্র:- নামাযী ব্যক্তি যদি উঁচু স্থানে থাকে আর নীচ দিয়ে যদি লোকজন যাতায়াত করে তাহলেও গোনাহগার হবে?
উ:- নামাযী ব্যক্তি যদি অতিক্রমকারী লোকদের মাথার উপর অবস্থান করে তাহলে কোন অসুবিধা নেই। অন্যথায় সুতরাহ বা আড়াল দিয়ে যেতে হবে।
প্র:- কোন্ কোন্ কারণে নামায ছেড়ে দেয়া ওয়াজিব?
উ:- ১. পেশাব-পায়খানার অতিরিক্ত বেগ হলে। ২. বিপদে পড়ে কেউ আর্তনাদ করে সাহায্য চাইলে। ৩. আগুনে জ্বলে বা পানিতে ডুবে মরতে লাগলে, তাকে বাঁচানোর জন্যে। ৪. অন্ধকে গর্ত বা কূপ থেকে বাঁচানোর জন্যে। ৫. মুসাফিরের বাহন হারিয়ে যাওয়ার উপক্রম হলে।
প্র:- মা-বাবা ডাকলে নামায ছেড়ে দেয়া যাবে কি?
উ:- যদি ফরয নামায হয় এবং মা-বাবা বিপদগ্রস্ত না হন, তাহলে নামায ছাড়া যাবে না। আর নফল নামায হলে, নামায ছেড়ে তাদের ডাকে সাড়া দিতে হবে। উস্তাদ-শাগরেদ এবং পীর মুরীদের বেলায়ও এই নিয়ম প্রযোজ্য তবে ঐ নামাযটি পরবর্তীতে অবশ্যই আদায় করতে হবে।
প্র:- কোন্ কোন্ কারণে নামায ছেড়ে দেয়া জায়েয?
উ:- ১. সাপ-বিচ্ছু জাতীয় বিষাক্ত প্রাণীকে হত্যা করার জন্যে।
     ২. জরুরী বাহন বা ট্রেন-বিমান-স্টিমার ইত্যাদি, যা ফেল হলে বড় ধরনের ক্ষতির কারণ হবে; সেগুলো ধরার জন্যে।
     ৩. মূল্যবান বস্তু বা বেশি পরিমাণ টাকা পয়সা হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার আশংকা দেখা দিলেÑনামায ছেড়ে দিয়ে উপস্থিত কাজটি সেরে, পরবর্তী প্রথম সুযোগেই নামাযটি নতুন করে পড়ে ফেলতে হবে। (গায়াতুল আওতার)
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ