গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে ডকুমেন্ট জালিয়াতি করে আমদানি করা ৭২ কন্টেইনার পিভিসি রেজিন আটক করা হয়েছে। গতকাল (বুধবার) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এসব চালান আটক করে। ৭২টি কন্টেইনারে ৪৫ হাজার মেট্রিক টন পণ্য রয়েছে। কন্টেইনারগুলো বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসেন রাতে ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার গাজিপুর টঙ্গি এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গ্যালাক্সি স্যুয়েটার অ্যান্ড ইয়ার ডায়িং লিমিটেড। প্রতিষ্ঠানটিতে পিভিসি রেজিন আমদানির অনুমতি নেই। কিন্তু জাল ডকুমেন্ট তৈরি করে পণ্যগুলো নিয়ে আসে। জাকির হোসেন জানান, প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা ৯ হাজার ৬৩৭ মেট্রিক টন হলেও তাদের ওয়্যার হাউসে ৪৫ হাজার মেট্রিক টন পাওয়া গেছে। যা ধারণ ক্ষমতার চেয়ে ৩৬ হাজার মেট্রিক টন বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।