বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার এক ফল ব্যবসায়ীকে র্যাব পরিচয়ে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ। তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে ঘটনার বিচারের জন্য। না হলে অনির্দিষ্টকালের জন্য সকল ফলের দোকানে ধর্মঘট ডাকা হবে। পাবনা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, গত বুধবার বিকেলে শহরের ‘খেদমত ফল স্টোর থেকে এক ব্যক্তি ২ কেজি ফল ক্রয় করেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে র্যাবের পরিচয় দিয়ে ফল দোকানের মালিক শামীম হোসনকে পঁচা ফল দেওয়ার অজুহাতে মারধর করে মোটর সাইকেলযোগে চলে যায়। এরপরই ফল ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। বিক্ষোভ-সমাবেশে মারধরের সুষ্ঠু বিচারের জন্য ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। বিচার না পেলে ফল ব্যবসায়ীরা অনিদির্ষ্টকালের জন্য ধর্মঘট ডাকবেন বলে ঘোষণা দেওয়া হয়। পরে পুলিশ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মাহবুব উল আলম ব্যবসায়ীদের এই আল্টিমেটামের সাথে একাত্মতা প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবি জানান। ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, বিষয়টি আসলে কি তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, র্যাব পাবনা কোম্পানী কমান্ডার বীনা রাণী দাস সাংবাদিকদের জানান, শহরে স্থাপিত সিসি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। র্যাবের কোন সদস্য যদি জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, পুলিশ বলছে, র্যাব পরিচয়ে অন্য কেউ এহেন ঘটনা ঘটালে তার বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।