Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্ষিক ২ কোটি টাকা বেতনতবুও মিলছে না লোক

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিউজিল্যান্ডের মফস্বল শহরের একটি ছোট হাসপাতালে জুনিয়র ডাক্তার নিয়োগে বার্ষিক ৪ লাখ নিউজিল্যান্ড ডলার বা ২ কোটি টাকারও বেশি বেতনের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য গত ২ বছরে একটিও চাকরির আবেদন জমা পড়েনি। নর্থ আইল্যান্ডের ছোট্ট শহর টকোরোয়ায় অবস্থিত হাসপাতালটির মালিক ৬১ বছর বয়সী ড. অ্যালান কেনি। শহরটিতে মাত্র ১৩,৬০০ লোকের বাস। ড. কেনি জুনিয়র ডাক্তার নিয়োগে ৪টি মেডিকেল রিক্রুটমেন্ট ফার্মের শরণাপন্ন হয়েও কাউকে নিয়োগ দিতে পারেননি। তিনি প্রায় ৩০ বছর আগে ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে এসে হাসপাতালটিতে চাকরি নিয়েছিলেন। ড. কেনি বলেন, আমি কাজ ভালোবাসি এবং এখানে থাকতে চাই। কিন্তু ডাক্তারদের এখানে আকৃষ্ট করতে আমাকে মারাত্মক বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, অকল্যান্ডে দেশটির বৃহত্তম মেডিকেল স্কুল আছে এবং মেডিকেলে পড়ুয়ারা অধিকাংশই ধনী পরিবারের সন্তান। গতবছর একজন বিকল্প ডাক্তার না পাওয়ায় আমার হলিডে ভ্রমণ বাতিল করতে হয়েছে। সম্ভবত এ বছরও একই কারণে আমার ভ্রমণ ট্রিপ বাতিল করতে হবে। নিউজিল্যান্ডের সাধারণ ডাক্তারদের গড় আয়ের দ্বিগুণ বেতনের প্রস্তাবের পাশাপাশি সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করতে হবে এই হাসপাতালটিতে। অর্থাৎ এক বছরে ১২ সপ্তাহ বা ৩ মাস ছুটি মিলবে এই চাকরিতে। কিন্তু তারপরও কাউকেই আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না হাসপাতালটিতে যোগ দিতে। বর্তমানে হাসপাতালটিতে মাত্র ৬ জন ডাক্তার কর্মরত আছেন। তবে ড. কেনির মেয়ে ড. সারা কেনি ব্যতীত সকলেই নিউজিল্যান্ডের বাহিরের। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্ষিক ২ কোটি টাকা বেতনতবুও মিলছে না লোক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ