Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ে অন্তত ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে গত মঙ্গলবার শক্তিশালী ঝড় ও টর্নেডোর আঘাতে অন্তত ৩ জন মারা গেছে। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে অঞ্চলটির কয়েকটি অঙ্গরাজ্যে ৩০ জন আহত হয়েছে এবং বিভিন্ন ভবনসহ অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। আঞ্চলিক সরকারি কর্মকর্তা লিবি হোটার্ড বলেন, লুসিনিয়ায় ঝড়ের আঘাতে দুই জন মারা গেছে। ঝড়ের সময় তারা নিউ অরলেন্স থেকে ৫০ মাইল (৮০ কিলোমিটার) পশ্চিমে সেন্ট জেমস প্যারিসে ভ্রাম্যমাণ বাড়িতে অবস্থান করছিল। ঝড়ে এই অঞ্চলটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটার্ড বলেন, কোন কোন এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মোবাইল হোম পার্কের কাছে বসবাসরাত এক লোক স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউভিইউইকে বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ প্রচ- শব্দে পুরো বাড়ি কাঁপতে শুরু করে। স্থানীয় ওই টেলিভিশনে দেখা গেছে ঝড়ে ভ্রাম্যমাণ বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হোটার্ড বলেন, জরুরি বিভাগের লোকেরা আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধারকর্মীরা তল্লাশী ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশের মিসিসিপি অঙ্গরাজ্যে ঝড়ের আঘাতে আরো একজন লোক মারা গেছে। একটি ঝড় তার বাড়িকে সম্পূর্ণভাবে ধ্বংস করলে এ ঘটনা ঘটে। কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক জেমস স্মিথ বলেন, নিউ অর্লেন্স থেকে ১শ’ মাইল উত্তরে এ ঘটনা ঘটে। এই এলাকায় হতাহতের অন্য কোন খবর পাওয়া যায়নি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ে অন্তত ৩ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ