Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লেবানন থেকে নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে সউদিসহ তিন দেশ

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লেবাননে বসবাসরত সউদি আরবের নাগরিকদের দেশে ফিরে আসার জন্য রিয়াদের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। লেবাননের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে রিয়াদ সউদি নাগরিকদের দেশে ফেরার কথা বলল। সউদি পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের নিজেদের নিরাপত্তার জন্য চরম প্রয়োজন ছাড়া লেবানন সফর না করতে এবং লেবাননে বসবাসরত সব নাগরিককে দেশ ফিরে আসার জন্য বলেছে। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও লেবানন থেকে তার সব কূটনীতিককে দেশে ফিরতে বলবে এবং এরই মধ্যে আমিরাত নাগরিকদের লেবানন সফর না করার জন্য সতর্ক করা হয়েছে। গত শুক্রবার সউদি আরব লেবাননের সামরিক বাহিনীর জন্য তিনশ কোটি ডলারের এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সহযোগিতার জন্য একশ’ কোটি ডলারের প্যাকেজ স্থগিত করে। একই দিন সউদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, লেবানন প্রজাতন্ত্রের সঙ্গে সউদি আরবের সম্পর্ক সমন্বিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। সউদি সরকার বলছে, হিজবুল্লাহর শক্ত অবস্থানের কারণে লেবানন সউদি আরবের সঙ্গে শত্রুতামূলক আচরণ করছে বলে রিয়াদ লক্ষ করেছে। তবে লেবানন সরকার বলছে, তারা সউদি আরবের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রাখাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন থেকে নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে সউদিসহ তিন দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ