Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনেতাদের ব্যক্তিগত আলাপেও আড়ি পাতে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জাতিসংঘ মহাসচিব বান কি মুন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ শীর্ষস্থানীয় বিশ্বনেতাদের ব্যক্তিগত বৈঠকে আড়ি পেতেছে। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন গোপন দলিলদস্তাবেজ প্রকাশ করেছে উইকিলিকস। বিকল্প ধারার অনলাইনভিত্তিক গণমাধ্যমটি তাদের ওয়েবসাইটে এসব নথি প্রকাশের শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক স্বার্থে বিশ্বনেতাদের টার্গেট করে এনএসএ। এর আগে উইকিলিকস একাধিকবার যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন তারবার্তা প্রকাশ করে বিশ্বব্যাপী হইচই ফেলে দেয়। সেসবের অধিকাংশই ছিল যুক্তরাষ্ট্র সরকারের দ্বিচারিতা সংক্রান্ত। ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর অপকর্ম নিয়েও বহু দলিল প্রকাশ করে তারা। উইকিলিকসের গত মঙ্গলবার প্রকাশিত নথিতে দেখা গেছে, এনএসএর নজরদারির তালিকায় ছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। আর এসব নেতার কথোপকথনে আড়ি পাতা হয়েছে বিভিন্ন কারণে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত তাদের অবস্থান, বিশ্ব অর্থনীতি প্রশ্নে তাদের মনোভাব, এমনকি বারাক ওবামার (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) সঙ্গে কেমন আচরণ করবেন তারা, তা জানতে। এমনকি যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি কোম্পানিগুলোর স্বার্থ রক্ষার জন্যও এনএসএ বিশ্বনেতাদের আলাপ-আলোচনায় কান পাতে।
সূত্র : আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বনেতাদের ব্যক্তিগত আলাপেও আড়ি পাতে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ