Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান ওবামা

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গুয়ানতানামো বন্দীশিবিরটি মার্কিন আদর্শের বিপক্ষে যায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এটি বন্ধ করে দেয়া মানে মার্কিন ইতিহাসের একটি অধ্যায় সমাপ্ত করা। কংগ্রেসের সামনে তার পরিকল্পনা পেশ করার পর তিনি আরো বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কোন কাজেই আসেনি এই কারাগার। অতএব এটা বন্ধ করাই সঠিক কাজ হবে। তিনি বলছেন, কোনকিছু পরিকল্পনা অনুযায়ী কাজ করছে না এমনটা বোঝা মাত্রই কাজের পন্থা বদলানো উচিত। সেখানে এখন ৯১ জন বন্দী অবশিষ্ট রয়েছে। তাদের এখন মার্কিন ভূখ-ে কোন সেনা অথবা বেসামরিক কারাগারে স্থানান্তর করতে চান বারাক ওবামা। তবে কংগ্রেসে পরিকল্পনা পেশ করার সাথে সাথেই রিপাবলিকানদের ব্যাপক বিরোধিতার মুখোমুখি হয়েছেন তিনি। কংগ্রেসের স্পিকার পল রায়ান তার পরিকল্পনাকে রীতিমতো বে আইনি বলে আখ্যা দিয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীদের মার্কিন ভূখ-ে ঢোকানোর ব্যাপারে নারাজি ওবামা বিরোধী অনেকেই। মার্কিন সরকার পরিচালিত এই কারাগারটির অবস্থান কিউবায়। এর প্রতিষ্ঠা নাইন ইলেভেন হামলার পরের বছর ২০০২ সালে। যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসের সাথে জড়িত থাকতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে মনে হয় এমন ৭৮০ জনকে সেখানে প্রতিষ্ঠার পর থেকে বন্দী রাখা হয়েছে। নানা সময়ে বন্দীদের উপর নির্যাতন ও তাদের অধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। অন্যতম আরেকটি অভিযোগ হলো বন্দীদের বিনাবিচারে আটক রাখা। এই বন্দীশিবিরটি বন্ধ করা ছিল বারাক ওবামার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়ে এসেছে বারাক ওবামার। হোয়াইট হাউজ ছাড়ার আগে তিনি গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান বলে জানিয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ