Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারিসে প্রেমিকদের জন্য রুম ভাড়ার বিশেষ ব্যবস্থা

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্যারিসে কিছুদিন আগেও কেউ যদি একটি রুম ভাড়া করতে চাইতেন, তাকে হয়তো ২৪ ঘণ্টার জন্যই ভাড়া গুনতে হতো। অথবা তাকে ফোঁবোয়া সঁ দেঁনিতে যেতে হতো, যেখানে অল্প সময়ের জন্য ঘর ভাড়া পাওয়া যায়।কিন্তু এখন এমন একটি ওয়েবসাইট চালু হয়েছে, যারা যুগলদের জন্য দিনের বেলায় হোটেল রুম ভাড়া করে দেয়। দায়ুশে ডট কম নামের এই ওয়েবসাইটটির ব্যবহারকারীর সংখ্যাও এখন অনেক। দায়ুশ ওয়েবসাইটের একজন নিয়মিত ব্যবহারকারী, এলিস মনে করেন এটি আধুনিক শতাব্দীর একটি দরকারি ব্যবস্থা। অবশ্য এটি তার ছদ্মনাম।আমার বয়ফ্রেন্ড এবং আমি খুবই বস্ত সময় কাটাই। অনেক দিন আমাদের গভীর রাতে, এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হয়। তাই নিজেদের মতো করে কাটাতে যখন কিছুটা সময় পাই, আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করি। প্যারিসের মধ্যে, আমাদের অফিসের কাছেই, দিনের মধ্যে কয়েক ঘণ্টা একসাথে থাকার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে এই ব্যবস্থাটি। বিশ্বের আরো অনেক জায়গার মতো প্যারিসেও নিজেদের বাসার একটি রুম হোটেলের মতো ভাড়া চেয়ার রেয়াজ চালু হয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে হোটেলগুলো। অথচ দিনের বেশিরভাগ সময় এসব হোটেল এমনিতেই ফাঁকা থাকে। তাই হোটেল মালিকরা মনে করেন, এই অলস সময়ে যদি কিছু বাড়তি আয় আসে, খারাপ কি। অবশ্য শুধুমাত্র প্যারিসেই নয়, সাও পাওলো থেকে লন্ডন এবং সিঙ্গাপুরেও ব্যবসা আছে দায়ুশের। দিনের বেলায় এসব হোটেলের ভাড়া, রাতের তুলনায় অর্ধেক। যদিও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক লরেঞ্জ অ্যাশট্টি বলছেন, সব শ্রেণীর মানুষই তাদের ব্যবসার লক্ষ্য, তবে এতে যদি যুগলরা একটু সুবিধা পায়, ক্ষতির তো কিছু নেই। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যারিসে প্রেমিকদের জন্য রুম ভাড়ার বিশেষ ব্যবস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ