Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা আনোয়ারীর মৃত্যুতে কুমিল্লা জমিয়াত নেতৃবৃন্দের শোক

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খলারপাড় ওয়াজেদিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি এবং কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো: ফজলুল হক আনোয়ারীর ইন্তেকালে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ মাওলানা মো: আলী হোছাইন, কুমিল্লা জেলা শাখার সভাপতি মৌকারা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ মাওলানা মো: নেছারউদ্দিন ওয়ালী উলাহী, সাধারণ সম্পাদক ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন, সহ-সভাপতি আলহাজ মাওলানা শাহ মহিউদ্দিন, অধ্যক্ষ আ ন ম তাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবদুল কাদির, সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা মো: আহসানুল করীম আযহারী, অধ্যক্ষ মাওলানা অলি আহমেদ, মাওলানা মো: আবুল হোছাইন, মাওলানা মো: মোবারক হোছাইন, অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, অধ্যক্ষ মুফতি মো: আলী আকবর ফারুকী, অধ্যক্ষ মুফতি মোহাম্মদ নজির আহমেদসহ কুমিলা জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সকল নেতৃবৃন্দ এবং ওলামা মাশায়েখগণ শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওলানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ