Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৬তম বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০ জন

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৯০ জন। উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন গতকাল (মঙ্গলবার) বলেন, আগামী ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। পিএসসি ২০১৫ সালের ৩১ মে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গত বছর ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রত্যাশী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত ১৩ হাজার ৮৩০ জন প্রার্থী এরপর লিখিত পরীক্ষায় বসেন। গত বছর ১ থেকে ৬ সেপ্টেম্বর আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশ নেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ