নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা, হায়দারাবাদ (ভারত) থেকে : ওয়েলিংটন টেস্টে বাঁ-উরুর পেশির টিস্যু ছিঁড়ে যাওয়ায় ক্রাইশ্চচার্চ টেস্ট খেলা হয়নি, ঢাকায় ফিরে পূনর্বাসন প্রক্রিয়ায় ইমরুল কায়েসকে দুই দফায় দিতে হয়েছে ফিটনেস পরীক্ষা। হায়দারাবাদ টেস্টকে সামনে রেখে এই পরীক্ষাকে সামনে রেখে সতর্ক সঙ্কেত আগেই দিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। পুনরায় একই জায়গায় ইনজুরিতে পড়লে লম্বা সময় থাকতে হবে দলের বাইরে, সে শঙ্কার কথা মাথায় রেখে অনুশীলন ম্যাচে খেলা থেকে বিরত থাকার প্রেসক্রিপশন দিয়েছিলেন তিনি। তার এই প্রেসক্রিপশন না মেনে ইমরুল কায়েসকে দুইদিনের অনুশীলন ম্যাচে মাঠে নামিয়ে দিয়ে বড় ঝুঁকি নিয়ে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। গতকাল হায়দরাবাদের জিমখানা মাঠে ফিল্ডিংয়ের সময়ে একই জায়গায় চোট পেয়ে শুধু মাঠ ছাড়েননি, ছাড়তে হচ্ছে তাকে হায়দাবাদ টেস্টের মায়া। আজই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে হচ্ছে এই বাঁ-হাতি ওপেনারকে। তার জায়গায় আজ দলে যোগ দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার আকরাম খান তাকে সঙ্গে নিয়ে আসছেন হায়দারাবাদে। গতকাল ম্যাচ শেষে এ তথ্য দিয়েছেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। দেশে ফিরে পূনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার। বিসিএলে খেলে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত হতে হবে ইমরুল কায়েসকে। ইমরুল কায়েসের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের এই প্রেসক্রিপশনের কথা জানিয়েছেন রাবিদ ইমাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।