Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডের ১৫০টিরও বেশি মসজিদ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি মুসলিম দেশের জনগণের প্রবেশ নিষেধাজ্ঞা বিতর্ক চরম আকার নিয়েছে। তার মধ্যেই ইংল্যান্ডের ১৫০টিরও বেশি মসজিদে ভিন্ন ধর্মাবলম্বী দর্শনার্থীদের জন্যে দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ইসলাম ধর্মে মসজিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্যই এই উদ্যোগ। গত বছর ৮০টির মতো মসজিদ এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক ও সকল সিরীয় শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করা হয়েছে। এর প্রতিবাদে করছেন মার্কিন নাগরিকরা। সেই ঢেউ আছড়ে পড়েছে ইংল্যান্ডে। মার্কিন প্রেসিডেন্টের লন্ডন সফর বাতিল করার দাবি করছেন ব্রিটিশ জনগণ। বিক্ষোভের আঁচ বুঝেই সদ্য আমেরিকা সফর করে ফেরা ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে চলেছে। সূত্র : এক্সপ্রেস নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ