বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর জেলা সংবাদদাতা : গতকাল (রোববার) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অনার্স বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনার্স বিভাগে অধ্যয়নের গুরুত্ব ও পদ্ধতিসহ ছাত্রদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন মাদরাসার উপাধ্যক্ষ মুফতী মাওলানা এইচ এম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম খান, মাওলানা জহিরুল ইসলাম। বক্তাগন তাদের বক্তব্যে অনার্স বিভাগে সাফল্য পেতে হলে কি কি করণীয় এই বিষয়ে ছাত্রদেরকে সবকদান করেন। সভাপতির বক্তব্যে ড. মাহবুবুর রহমান বলেন, শতাব্দির আন্দোলন ও বহু ত্যাগ তিতিক্ষা ও বর্তমান সরকারের শিক্ষা পরিবারের আন্তরিকতায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। যোগ্য ওয়ারীসে নবী তৈরী করাই এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য আর এই উদ্দ্যেশ্যেই মাদরাসায় অনার্স কোর্স প্রচলন করা হয়েছে। মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দীন কাজী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।