Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ দিনের মধ্যে সব সাইনবোর্ড বাংলায় করার আহবান চসিকের

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরবাসীকে আগামী ৩০দিনের মধ্যে সকল সাইনবোর্ড বাংলায় করার আহবান জানিয়েছে সিটি করর্পোরেশন-চসিক। গতকাল (রোববার) কর্পোরেশন এলাকায় বিদ্যমান সকল সাইনবোর্ড বাংলা ভাষায় রূপান্তর করার জন্য নগরবাসীর প্রতি এ অনুরোধ জানানো হয়। এতে বলা হয় যদি কেউ ইচ্ছে করেন বাংলার পাশাপাশি ছোট পরিসরে ইংরেজিতেও লিখতে পারবেন। চসিক কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বাস্তবায়নে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। চসিকের পক্ষ থেকে বলা হয় সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। ১৯৫২ সনে মায়ের ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্যও বাংলাদেশের মানুষ অকাতরে রক্ত দিয়েছে। ফেব্রæয়ারি মাস বাঙালির ভাষার মাস। প্রদর্শিত সকল সাইনবোর্ড বাংলা ভাষায় লেখার বিষয়ে সরকারের নির্দেশনা থাকা সত্তে¡ও অসংখ্য সাইনবোর্ড ইংরেজিসহ অন্যান্য ভাষায় লেখা হয়েছে- যা কাক্সিক্ষত নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ