বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাও. আ. লতিফ নেজামী বলেছেন, ফতোয়াবিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে ইসলামী ঐক্যজোট নেতাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। তিনি বলেন, একদিকে ইসলাম ও মুসলিম বিদ্বেষী চক্রান্ত মোকাবেলা অন্যদিকে ফতোয়ার পতাকাকে সমুন্নত রাখার উদ্দেশে শাহাদাতের অধ্যায়ের যে সূচনা হয়েছিল, তা মুসলমানদের শিক্ষা-সংস্কৃতি, চিরায়ত মূল্যবোধ, ধ্যান-ধারণা, চরিত্র, ধর্ম ও আদর্শ রক্ষায় আপোসহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে মুসলিম মননকে প্রেরণা যুগিয়ে আসছে। তাই ফতোয়াবিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে জি-টিভি ও জলসাঘর প্রভৃতি দেশি-বিদেশি ষড়যন্ত্রমূলক অনৈসলামিকরন প্রক্রিয়ার বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়া সময়ের দাবি।
তিনি গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী (রহ.) মিলনায়তনে নেজামে ইসলাম পার্টির উদ্যোগে ফতোয়া রক্ষার আন্দোলনে কারানির্যাতনভোগীদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতায় এসব কথা বলেন। মহানগর সভাপতি অধ্যাপক এহতেশাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদার, যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা একেএস আশরাফুল হক, দপ্তর সম্পাদক সৈয়দ মোঃ আহসান, অর্থ সম্পাদক মুফতি আবদুল কাইয়ূম প্রমুখ।
মাওলানা আবদুল লতিফ নেজামী আরো বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে নৈতিকভাবে বিপন্ন করা এবং মুসলিম জনগোষ্ঠীকে মন-মননে, নীতি-নৈতিকতায় ও চিন্তা-চেতনায় পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করার অপচেষ্টা অব্যাহত আছে। তাই মুসলিম জাতীয় আদর্শ, ঐতিহ্য রীতি-নীতি, তাহযিব-তমদ্দুন, ইতিহাস ঐতিহ্যের চেতনা সঞ্জীবিত রাখার কাজে উলামায়ে কেরাম আবশ্যই সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, যেসব উলামায়ে কেরাম ফতওয়াবিরোধী আন্দোলনকে যেভাবে উপহার দিয়েছিলেন, সে-কথা জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি বলেন, ফতোয়াবিরোধী রায়ের বিরুদ্ধে আন্দোলন ইসলামী শিক্ষা-সংস্কৃতি রক্ষার আন্দোলনের একটি অণুপ্রেরণা এবং ন্যায়, সত্য ও সততা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।