Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমি অফিসে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বয়স্ক, প্রতিবন্ধী ও নারীদের জন্য চান্দগাঁও ও আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে চলতি সপ্তাহের মধ্যেই ‘ওয়ানস্টপ সার্ভিস’ সেবা চালু করার নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
গতকাল (রোববার) নগরীর ষোলশহর এলাকায় একই ভবনে অবস্থিত এই দুটি ভূমি সার্কেল কার্যালয়ে আকষ্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন তিনি। তিনি প্রথমে ভবনের নিচতলায় চান্দগাঁও সার্কেল ভূমি অফিসে যান। সেখানে ফাইলপত্র দেখেন। এসময় তিনি এই সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসানের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সেবা নিতে আসা বিভিন্নজনের সঙ্গেও কথা বলেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা জানতে চান। পরে একই ভবনের তিনতলায় আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে যান তিনি। একইভাবে সেখানেও বিভিন্ন কাগজপত্র দেখেন। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল্লাহ মারুফসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি দুটি অফিসে পরিদর্শনের সময় সঙ্গে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল জলিলকে কাগজপত্রে কোনো গÐগোল আছে কিনা দেখতে বলেন। এসময় তিনি দুটি অফিসের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমার কাছে বিভিন্ন সময় অভিযোগ আসছে, বয়স্ক, প্রতিবন্ধী ও নারীরা ভবনের চারতলা-পাঁচতলা পর্যন্ত উঠতে পারছেন না। তাদের জন্য নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। আমি আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটি দেখতে চাই। তিনি ভবনের নিচতলায় দুটি ছোট ছোট কক্ষ বানিয়ে এই ওয়ানস্টপ সার্ভিস সেবা চালু করার নির্দেশ দেন।
পরে তিনি বলেন, আমি যখন আজ থেকে তিন বছর আগে ২০১৪ সালে দায়িত্ব নিই তখনকার অবস্থা থেকে ভূমি অফিসগুলোতে বর্তমানে অনেক পরিবর্তন এসেছে। তবে সব জায়গায় যে সমস্যার সমাধান হয়েছে তা নয়। কিছু কিছু জায়গায় সমস্যা রয়ে গেছে। একেবারে অভিযোগ থাকবে না তা নয়, আমি চাই অভিযোগ মিনিমাম থেকে মিনিমামে নেমে আসুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমি

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
১২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ