Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সাংবাদিক পেলেন বিজিএমইএ ও বিইউএফটি ফেলোশিপ

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : তৈরি পোশাক খাতের ওপর প্রতিবেদনকারী তিন সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি ফ্যাশন অব টেকনোলজি (বিইউএফটি)।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো ফেলোশিপ পাওয়া সাংবাদিকদের নাম ঘোষণা করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। ফেলোশিপ প্রাপ্তরা হলেন; দৈনিক কালের কণ্ঠের জৈষ্ঠ প্রতিবেদক রাজিব আহম্মেদ, ফিন্যান্সিয়াল এক্সপেসের অর্থনৈতিক প্রতিবেদক মনিরা মুন্নি, ৭১ টিভির স্টাফ রিপোর্টার জাহেদুল ইসলাম মজুমদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেলোপ্রাপ্তদের পেশাগত দক্ষতা বাড়াতে আট দিনের সফরে জার্মানীতে পাঠানো হবে। তারা সেখানে ‘স্টাডি ট্যুর অন স্কিলস অ্যান্ড ইথিক্স অন বিজনেস জার্নালিজম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন।
ফেলোপ্রাপ্তরা বিজিএমইএ এবং জার্মানী সংস্থা জিআইজেডের উদ্যোগে আগামী ২৮ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ফেলো স্টাডি ট্যুর এ জামার্নী যাচ্ছেন। তাদের সঙ্গে মেন্টর হিসেবে যাচ্ছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ইটিভির নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোহাম্মদ নাসির, জিআইজেড প্রোপ্রাম কো অর্ডিনেটর জোসেন উইকার্ট, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন সাংবাদিক পেলেন বিজিএমইএ ও বিইউএফটি ফেলোশিপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ