Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবারের বিল চাওয়ায় চট্টগ্রামে রেস্তোরাঁয় ছাত্রলীগের ভাঙচুর

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : খাবারের বিল চাওয়ায় নগরীর একটি রেস্তোরাঁয় ভাঙচুর করেছে ছাত্রলীগ। গতকাল (শনিবার) বিকেলে নগরীর চকবাজার সাদিয়া’স কিচেনে এ ভাঙচুরের ঘটনা ঘটে। কিচেনের ব্যবস্থাপক মিসবাউল হক জানান, সাত থেকে আটজন ছেলে রেস্তোরাঁয় খাওয়ার পর বিল চাইলে তারা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পরিচয় দেয়। ছাত্রলীগ হলে বিল দেবেন না কেন- জানতে চাইলে তারা নির্বিচারে ভাঙচুর শুরু করে। তাদের হামলায় রেস্তোরাঁর কাঁচ ও ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। চকবাজার থানার ওসি জানান, ছাত্রলীগের ছেলেদের সাথে বিল নিয়ে সমস্যা হওয়ায় তারা রেস্তোরাঁয় ভাঙচুর করে। তবে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাবার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ