Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু আলেম ওলামাদের ভালোবাসতেন -বজলুল হক হারুন এমপি

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ধর্ম-বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রæপের সভাপতি বজলুল হক হারুন বলেছেন, এ সরকারের প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। কারণ এ সরকারের আমলে আমুয়া উন্নয়নের একমাত্র অবদান তার। কোনো সরকার আমুয়া নদীর উপর সেতু নির্মাণের চিন্তাভাবনা করেনি। কিন্তু এ সরকারের আমলে দীর্ঘদিনের সাধারণ জনগণের দাবি তথা সাগর পাড়ের মানুষের দাবি ছিল আমুয়া সেতু। তাই আজকের এই আমুয়া সেতু নির্মিত হয়েছে। তিনি গতকাল সকাল ১০টায় নবনির্মিত আমুয়া সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও বাংলাদেশ আওয়ামী লীগ আমুয়া ইউনিয়ন শাখায় আয়োজিত কাঁঠালিয়া উপজেলার শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে। তিনি আরো বলেন, জননেত্রী কারো সাথে আপোষ করেন না। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি ও সামাজিক উন্নয়ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আমুয়া সেতু পরিদর্শনকালে হাজার হাজার জনতা ব্রিজের উপর উঠে আনন্দে কান্নায় ফেটে পড়েন এবং প্রধানমন্ত্রীর জন্য সাধারণ নেতাকর্মীসহ জনগণ মহান আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। তিনি আরো বলে, আওয়ামী লীগ সরকার আলেম ওলামাদের দল। বঙ্গবন্ধু আলেম ওলামাদের ভালোবাসতেন। আমুয়া ইউনিয়ন আওমী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার বাদশা। কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক ও ৪ নম্বর গালুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. মুজিবিুল হক কামাল, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজাপুর উপজেলা শাখা মো. মনিরুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান ও সভানেত্রী মহিলা আওয়ামী লীগ আফরোজা আক্তার লাইজু। কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহŸায়ক মো. মাহমুদ হোসেন রিপন ও মো. এমদাদুল হক মনির। এর পূর্বে সকাল ৯টায় কাঁঠালিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ মেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ