Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরের জন্য শুভকামনা

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জুয়াড়ীদের ফাঁদে পা দিয়ে ইচ্ছে করে নো বল করে স্পট ফিক্সিংয়ের অভিযোগে খেটেছেন জেল। ৫ বছরের নিষেধাজ্ঞাদেশ কাটিয়ে গত বছরের সেপ্টেম্বরে ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। বিপিএলএ দূর্দান্ত ফর্ম, ফর্ম অব্যাহত পিএসএলেও। গত মাসে নিউজিল্যান্ড সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও প্রত্যাবর্তন করেছেন এই বাঁ হাতি পেস বোলার। তার এমন প্রত্যাবর্তনকে সাধুবাদ জানিয়েছেন ভারতের বিরাট কোহলীÑ‘ আমিরকে ফিরতে দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে শুধরে নিয়েছে। নিউজিল্যান্ডে খেলেও এসেছে। সে কঠোর পরিশ্রম করেছে এবং আবার এই পর্যায়ে উঠে আসতে দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছে। ওর জন্য সবটুকু শুভকামনা।’
পাকিস্তানের এই ফাস্ট বোলারের বোলিং মেধার প্রশংসাও করেছেন বিরাট কোহলীÑ‘ সে সব সময়ই ছিল বিশ্বমানের বোলার। ওই ৫ বছর ক্রিকেটের বাইরে না থাকলে বিশ্বের সেরা দুই তিনজনের মধ্যে থাকতে পারতো। সেই প্রতিভা আছে তার। আছে গতি, সুইং করাতে পারে দুই দিকেই, খুব ভালো বাউন্সার মারতে পারে, ¯েøায়ার ডেলিভারিটি খুব ভালো দিতে পারে, সঙ্গে ইয়র্কারও।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিরের জন্য শুভকামনা

২৪ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ