পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
প্রাণ-আরএফএল পাবলিক স্কুল-এর নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার নরসিংদীর ঘোড়াশালে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, ক্লাস উপস্থিতি ও অন্যান্য বিষয় বিবেচনা করে ২০১৬ সালের শ্রেষ্ঠ তিন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া ২০১৬ সালে ক্লাসে শতভাগ উপস্থিতি থাকায় ২৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ শিক্ষার্থী ও মেধাক্রম অনুযায়ী প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ২১ জনকেও পুরস্কার দেয়া হয়। আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার শামসুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার মোস্তাক চৌধুরী, ঘোড়াশাল প্রাণ ফ্যাক্টরির ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার দেব, প্রাণ-আরএফএল গ্রæপের শিক্ষা কর্মসূচীর প্রধান ফারুক হোসেন ও স্কুলের অধ্যক্ষ মাসুকুর রহমানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা। আলোচনা শেষে শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।