প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বামী বেনজামিন মিলিপিডের সঙ্গে তাদের দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আগমনের অপেক্ষায় আছেন অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যান। তিনি জানিয়েছেন মাতৃত্বকালীন অবকাশে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখবেন।
অস্কারজয়ী অভিনেত্রীটি সন্তান জন্মলাভের জন্য পেশা থেকে দূরে থাকবেন তবে একেবারে নয়, এই সময়টা তিনি চিত্রনাট্য লিখে কাজে লাগাবেন।
পোর্টম্যান বলেন, “আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি। সময়টা কাজে লাগাবার জন্য মনোনিবেশের জন্য আমি লিখতে চাই।”
অভিনেত্রীটি জানান নারীবাদকে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি তার দক্ষতাকে কাজে লাগাবেন। তিনি জানান চলচ্চিত্রে নারীদের পক্ষে বেশি বলা হয় না দেখে তার অবাক লাগে।
“পুরস্কারের মৌসুম শুরু হলেই দেখা যায় পুরুষ-প্রধান, পুরুষদের রচিত আর পুরুষ পরিচালিত চলচ্চিত্রে নিয়েই বেশি আলোচনা হয়। এমন নয় যে পুরুষরা চলচ্চিত্র নির্মাণ করবে না। পুরুষদের ফিল্ম আমার ভাল লাগে। কিন্তু বিস্ময় লাগে এজন্য যে নারীদের কথা বলা হয় এমন চলচ্চিত্রের এতো অভাব দেখে।”
“যদি কেউ খেয়াল করে টেবিলে শুধু একজনই নারী আছে তাহলে পরিবর্তন আনা দরকার। বা, যদি দেখা যায় সংখ্যালঘুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছে না তাহলে পরিবর্তনের চেষ্টা করা দরকার।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।