Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাল চিত্রনাট্যের অভাবে কাজলের আক্ষেপ

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী কাজলের অনুভব আজকাল বলিউডে আর ভাল চিত্রনাট্য পাওয়া যায় না।
“বর্তমান সময়ে চলচ্চিত্র অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তার পাশাপাশি ভাল চিত্রনাট্যেরও অপ্রতুলতা আছে, তা শিল্পী নতুন হোক বা পুরনো। এছাড়া আমি নিজেই দিনে দিনে আরও খুঁতখুঁতে হয়ে উঠছি,” অভিনেত্রীটি বলেন। কাজলকে আগামীতে তার স্বামী অজয় দেবগন প্রযোজিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। নতুন এই চলচ্চিত্রটি সম্পর্কে ৪১ বছর বয়সী অভিনেত্রীটি বলেন, “এই বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে আমরা চলচ্চিত্রটির কাজ শুরু করব। এর বাইরে আমি চলচ্চিত্রটি সম্পর্কে আর কোনও তথ্য দিতে পারছি না।
২০১৪ সালে অজয়ের প্রযোজনায় এবং রাম মাধবানির পরিচালনায় একটি চলচ্চিত্রে কাজলের অভিনয় করার কথা ছিল। পরে ফিল্মটির নির্মাণ পরিত্যক্ত হয়। এরপর অজয় তার স্বপ্নের ফিল্ম ‘শিবায়’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আর কাজল শাহরুখ খানের বিপরীতে রোহিত শেট্টির ‘দিলওয়ালে’তে সায় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাল চিত্রনাট্যের অভাবে কাজলের আক্ষেপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ