গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : পূর্ব শত্রুতার জের ধরে গতকাল নগরীর বালিয়া পুকুর ছোট বটতলা এলাকায় রোকন নামে এক যুবকের হাত ও পায়ে রগ কর্তন করেছে র্দুবৃত্তরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হলেন, নগরীর বালয়িাপুকুর এলাকার আবদুর রশীদের ছেলে আসাদুজ্জামান রোকন (২৫)। রোকনের ছোট ভাই ফিরোজ কবীর জানান, একই এলাকার আদর ও সনেট নামে দুই যুবকের সঙ্গে তার ভাইয়ের অনেক আগে থেকেই বিরোধ ছিল। গতকাল দুপুরে নগরীর ছোট বটতলা এলাকায় ভাই রোকনকে একা পেয়ে চাকু ও চাপাতি নিয়ে তার রগ কর্তন করে। এই সময় আহত রোকনের ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির ওপরের অংশের রগ কেটে গুরুতর আহত করে হামলাকারীরা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রামেক হাসপাতালের ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।