মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আগামী এপ্রিল মাসে সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে ১৩ এপ্রিল সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়। যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে, তবে ২৬ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে যুদ্ধরত সব পক্ষকে আমাদের কাছে অথবা আমেরিকার কাছে যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। পুতিন বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া, রাশিয়া কিংবা মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যুদ্ধ অভিযান পরিচালনা করবে না। বিরোধীদের পক্ষ থেকেও সিরিয়ার সশস্ত্র বাহিনী কিংবা এ বাহিনীকে সমর্থন দেয়া পক্ষের বিরুদ্ধে সব ধরনের শত্রুতা বন্ধ করতে হবে। পুতিন আরও বলেছেন, যুদ্ধবিরতি কার্যকরের পরও যদি কোনো গোষ্ঠী তৎপর থাকে তাহলে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তাদেরকে খুঁজে বের করবে। এক বিবৃতির মাধ্যমে একই ধরনের শর্ত ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে যুদ্ধবিরতির আওতায় আসবে না উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস এবং আল-কায়েদার সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট। এদিকে, সউদি সমর্থিত প্রধান বিরোধী গ্রুপ হাই নেগোসিয়েশন কমিটি যুদ্ধবিরতিতে সাড়া দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তুরস্কও যুদ্ধবিরতি পরিকল্পনার প্রশংসা করেছে। এ ছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিয়েছেন। আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।