মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিতর্কিত লেখক সালমান রুশদির মাথার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা বৃদ্ধি করেছে ইরান। ‘স্যাটানিক ভার্সেস’ লেখার কারণে এখন থেকে ২৭ বছর আগে তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন ইরানি নেতা মরহুম আয়াতুল্লাহ খোমেনি। সেই ফতোয়া এখনো বহাল আছে। তবে ইতিমধ্যে কয়েক দফায় পুরস্কারের অংক বেড়েছে। দেশটির চল্লিশটি রাষ্ট্রীয় গণমাধ্যম সম্মিলিতভাবে এ অর্থ সংগ্রহের জন্য প্রচারণা চালাবে। নতুন করে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় ঘোষণা দেয়া হয়েছে ব্রিটিশ লেখক সালমান রুশদিকে হত্যা করতে পারলে আগের পুরস্কারের অংকের থেকে আরও ৬ লাখ ডলার বেশি দেয়া হবে। ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনি প্রথমে সালমান রুশদিরকে হত্যার ফতোয়া জারি করেন। এরপর সালমান রুশদি আত্মগোপনে চলে যান। ইরানের কট্টরপন্থিরা বলেন, খোমেনি মারা যাওয়ার পরও তার ফতোয়া বহাল আছে। ইরানের একটি ধনশালী ধর্মীয় প্রতিষ্ঠান এই ফতোয়া কার্যকর করতে পারলে ২১ কোটি ৬ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। ২০১২ সালে তা বর্ধিত করে ২৫ কোটি ৭৪ লাখ টাকা করা হয়। ইরানের ডিজিটাল টেকনোলজি প্রদর্শনীর সংগঠক মানসুর আমিরি বলেছেন, ঐতিহাসিক ওই ফতোয়া এখনও বহাল আছে। এর ২৭তম বার্ষিকীতে মিডিয়া আউটলেটে আরো ৪ কোটি ৮০ লাখ টাকা (৬ লাখ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে রুশদির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের উপ-সাংস্কৃতিক মন্ত্রী সাইদ আব্বাস সালেহি বলেন, খোমেনির ফতোয়া একটি ধর্মীয় বিধান। এর আবেদন কখনো হারাবে না। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।