Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ইয়েমেনে কমান্ডারকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে গত সোমবার এক বন্দুকধারী সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। সেখানে সউদি সমর্থিত সরকারের সদর দপ্তর অবস্থিত। জেনারেল আবেদ্রাব্যো হোসেন নগরীর শেখ ওসমান এলাকায় তার নিজ বাসগৃহ থেকে বের হওয়ার সময় এক বন্দুকধারী মটর সাইকেল থেকে তাকে গুলি করে হত্যা করে। হোসেন এডেনের পশ্চিমাঞ্চলীয় আবিয়ান প্রদেশে পরিচালিত ১৫ ইনফেনট্রি ব্রিগেড কমান্ডার। সম্প্রতি সেখানে আল-কায়েদা জঙ্গিরা বেশ কিছু বড় বড় শহর তাদের দখলে নিয়েছে। হুতি ও তাদের সহযোগী বিদ্রোহীরা মনসুর হাদি’র সরকারকে রাজধানী সানা থেকে বিতাড়িত করলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদি’র সরকার গত মার্চ মাসে এডেন নগরীকে অস্থায়ী রাজধানী ঘোষণা করেন। সরকার ও সরকারের সমর্থনে সউদি নেতৃত্বাধীন কোয়ালিশনের নিরাপত্তার প্রচষ্টা চালালেও আল-কায়েদা ও ইসলামিক স্টেট জঙ্গি দল নগরীতে হামলার চালিয়ে যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেনে কমান্ডারকে গুলি করে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ