মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ভাষা খুব স্পর্শকাতর। মানুষকে যেমন মূল স্রোতের দিকে নিয়ে আসে সে, তেমনই সমাজের মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেয় সেই ভাষাই। তাদের মতে, ভিন্ন ভাষাভাষী ও নানা জাতি-উপজাতি-নৃগোষ্ঠী সমৃদ্ধ পাকিস্তানে উর্দু ভাষার একচেটিয়া প্রাধান্য সে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য দায়ী। ৪০টি দেশের শিক্ষানীতি পর্যালোচনা করে একটি কার্যক্রমের কথা ঘোষণা করেছে ইউনেস্কো। পাকিস্তানের পাশাপাশি তুরস্ক, নেপাল, গুয়েতেমালার মতো দেশও রয়েছে ওই তালিকায়। দেশগুলির বিভিন্ন নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনার পরে আলোচনা করা হয়েছে মাতৃভাষার মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষাদানের বিষয়ে। ইউনেস্কো জানিয়েছে, পাকিস্তানের মোট জনসংখ্যার আট শতাংশেরও কম নাগরিক বাড়িতে উর্দুতে কথা বলেন। সে দেশে উর্দু ছাড়াও ছয়টি বৃহৎ এবং ৫৮টি ছোট ভাষাভাষী গোষ্ঠী আছে। কিন্তু, স্বাধীনতার পরে উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়। সরকারি ভাবে প্রাথমিক স্তরে বেশির ভাগ শিশুদের মাতৃভাষার বদলে শিক্ষার পাঠ শুরু হয় উর্দুতেই। আর এখান থেকেই বিভেদের শুরু বলে মত প্রকাশ করে ইউনেস্কো। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।