বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের দু’ধারে উপজেলা প্রশাসনের অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে উপজেলা প্রশাসনের সাথে সহযোগিতা করে সড়ক ও জনপথ বিভাগ, তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ও তেঁতুলিয়া থানা পুলিশ। গত ১৫ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের দু’ধারে থাকা অবৈধস্থাপনা উচ্ছেদ করার জন্য চিঠি দেয়া হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ওই স্থানে মালিকগণ দোকানপাট করতে থাকে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার তিরণই নামক স্থানে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দু’ধারে থাকা অবৈধস্থাপনা উচ্ছেদে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস। পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ, তেঁতুলিয়া মডেল থানা ও তেঁতুলিয়া হাইয়ে থানা পুলিশের সহযোগিতায় পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের একদল কর্মী এ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় প্রায় শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়। পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহফুজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী তানভীর আলম ও তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।