Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীয়তপুরে ৬ টন জাটকা জব্দ, ২১ জনের জরিমানা

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা : শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাট বাসস্ট্যান্ড থেকে ৬ টন জাটকাসহ ২১ জনকে আটক করেছে র‌্যাব। পরে পরিবহনের অপরাধে ২১ জনকে ৫ হাজার করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১০টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ জরিমানা করেন।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, সাইফুল মোল্যা, জাহের দেওয়ান, জহির মাঝি, শহিদুল ইসলাম, মোসলেম দেওয়ান, আবু তাহের সরদার, মোহাম্মদ আলী পাটওয়ারী, আলী সরদার, মনির হোসেন, শুকুর আলী, ইসমাইল হাওলাদার, আলামিন বেপারী, ওবায়দুর রহমান, আবু সুফিয়ান, আনোয়ার মালত, জসিম মাদবর, ফোরহাদ হাওলাদার, সোহাগ বেপারী, শামীম বেপারী, দেলোয়ার হাওলাদার ও বিল্লাল খাঁ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, মাদারীপুর র‌্যাব-৮ এর কম্পানি কমান্ডার মেজর সোহেল রানার নেতৃত্বে র‌্যাবের একটি দল শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাট বাসস্ট্যান্ড থেকে ১৪টি নছিমন গাড়িতে ২৮টি ঝুড়িভর্তি ৬ টন জাটকাসহ ২১ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাটকা বহনের অপরাধে প্রত্যেককে ৫ হাজার করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। মাছগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরীয়তপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ