Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুটিখালী সীমান্ত পরিদর্শনকালে বিজিবি ডিজি

অনুপ্রবেশ চোরাচালান রোধে সীমান্তে থারমাল স্ক্যানার ডিভাইস ও ওয়াচ টাওয়ার নির্মাণ হবে

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন সীমান্তে থারমাল স্ক্যানার ডিভাইস ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে।
এসবের মধ্যে থাকবে সিসি ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। যার মাধ্যমে সীমান্তের যেকোনো অপরাধ পর্যবেক্ষণ করা যাবে। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট চালু করতে পারলে চোরাচালান ও মাদকদ্রব্য অনেকাংশে কমে আসবে বলে দাবি করেন তিনি। তিনি গতকাল দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, বিএসএফের সঙ্গে বিজিবির সম্পর্ক অত্যন্ত মধুর। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছি আমরা। এ বছরে সীমান্তে কোনো মানুষ হত্যা হয়নি। এটি বাস্তবায়নে বিএসএফের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।
সীমান্ত হত্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। অচিরেই সীমান্ত সড়কও নির্মাণ করা হবে। ভারতীয়রা যদি গরু সীমান্তে এনে দেয় তাহলে আমাদের কোনো আপওি নেই কিন্তু গরু আনতে কোনো বাংলাদেশী ওপারে যাবে না। তিনি মঙ্গলবার দুপুরে বেনাপোলের পুটখালি, দৌলতপুর ও গাতিপাড়া সীমান্ত এলাকা পরিদর্শনকালে একথা বলেন।
পরে তিনি বিজিবি সৈনিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি এসময় বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হব। তখন আমাদেও সৈনিকরা আমেরিক বা অস্ট্রেলিয়ার সৈনিকদের মতো বেশি টাকা বেতন পাবে। তাই কোন সৈনিক যেন চোরাকারবারী ও নারী পাচারকারীদের সঙ্গে জড়িত না থাকে। এ আদেশের পরও যদি কোনো সৈনিক তার দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে।
পরে তিনি বিকেলে বেনাপোল বাজারে সীমান্ত ব্যাংকের প্রস্তাবিত অফিস ভবন পরিদর্শন করেন।
মহা পরিচালকের সাথে ছিলেন, বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অহিদুজ্জামান, সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খবিরউদ্দিন ও ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুপ্রবেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ