পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইলেকট্রনিক বুথ ইউসিবি এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে এর উদ্বোধন করা হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এমএ সবুর ইউসিবি এক্সপ্রেসের উদ্বোধন করেন। ইউসিবি এক্সপ্রেস বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক বুথ যেখানে সরাসরি ক্যাশ লেনদেন ছাড়া সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম স¤পাদন করা যাবে। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংক সেবার অংশ হিসেবে দেশব্যাপী ব্যাংকিং সুবিধা প্রদান সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এই আব্দুল মুহাইমেন এবং জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান ও এসইভিপি এন মুস্তাফা তারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউসিবি এক্সপ্রেসের মাধ্যমে সরাসরি ক্যাশ লেনদেন ছাড়া সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা যাবে। যেমন- অ্যাকাউন্ট খোলা, লোন প্রসেসিং, কার্ড সার্ভিস (ডেবিট, ক্রেডিট), চেকবই রিকুইজিশন ও ডেলিভারি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, ইউক্যাশ, ফান্ড ট্রান্সফার প্রভৃতি। উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।