Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসপিএর বর্ষসেরা এবং পপুলার চয়েস অ্যাওয়ার্ড মুস্তাফিজের

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব থেকেই মুস্তাফিজুর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ২০১৫ সালে ৯ ওয়ানডে ম্যাচে ২৬ উইকেটে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়ে ফেলে দিয়েছিলেন হৈ চৈ। ২০১৬ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে বিস্ময় বোলিংয়ে আইসিসির টি-২০ বিশ্বকাপ সেরা একাদশে পেয়েছেন জায়গা। ওই বছরে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লীগ আইপিএলে সানরাজাইজার্স হায়দারাবাদের শিরোপা জয়ের নায়ক পেয়েছেন আইপিএল সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। ২০০৩ সাল থেকে আইসিসি প্রবর্তিত বর্ষসেরা ক্রিকেটার মনোনয়নে বছরের পর বছর উপেক্ষিত হয়েছে বাংলাদেশের পারফরমাররা। বাংলাদেশের এই প্রতীক্ষার অবসানও হয়েছে মুস্তাফিজুরের হাত ধরে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০১৬ সালে বর্ষসেরা উদীমান ক্রিকেটারের পুরস্কারে ভূষিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। দুই মাস আগে আইসিসির এই স্বীকৃতির রেশ থাকতে থাকতে গতকাল পেলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) দু-দু’টি পুরস্কার। ২০১৫ সালে নিজের আবির্ভাবে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে ম্যাচে ৫ উইকেট, প্রথম সিরিজে ১৩ উইকেটে বিশ্বরেকর্ডের পাশাপাশি সে বছরে ৯ ম্যাচে ২৬ উইকেটে বাংলাদেশের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারে ভ‚ষিত হয়েছেন এই কাটারমাস্টার। ২০১৫ও ২০১৬ সালে দর্শকের ভোটে (ফেসবুক, ই-মেইল) পপুলার চয়েজ অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন সাতক্ষীরার এই ছেলেটি। গতকাল হোটেল সোনারগাঁওয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে পুরস্কৃত করেছে বিএসপিএ।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির জুরি বোর্ডের রায়ে ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন এসএ গেমসে সাঁতারের দু’টি ইভেন্ট থেকে স্বর্ণজয়ী নারী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। ২০১৫ সালে সেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ পুরস্কার গ্রহণ করেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের হাত থেকে। সেরা দাবাড়– ফাহাদ রহমানের পক্ষে তার ভাই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া সেরা আর্চার তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক ইউসুফ আলী, বর্ষসেরা কোচ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রæপের পক্ষে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। বিশিস্ট ক্রীড়াসংগঠক মরহুম আমিনুল হক মনির পক্ষে বিশেষ সম্মাননা নিয়েছেন তার ভাই মোজাম্মেল হক মুক্তা।
২০১৬ সালের বর্ষসেরা ক্রিকেটার তামীম ইকবাল, সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম, সেরা শ্যুটার শাকিল আহমেদ, সেরা ভলিবল খেলোয়াড় সাঈদ আল জাবির, উদীয়মান ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পুরস্কার নিয়েছেন। উদীয়মান নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রাণী সরকারের পক্ষে তার বাবা ও মা পুরস্কার গ্রহণ করেন। সেরা কোচ গোলাম রব্বানী ছোটনের পুরস্কারটি নেন তার স্ত্রী। সেরা সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে পুরস্কার তুলে দেয়া হয়। সেরা সংস্থা বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষে সহকারী নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিারল এম শাহীন ইকবাল এনইউপি, এনডিসি, এফডবিøউসি, পিএসসি।
প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিতিতে এমপি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ভ‚ষিতদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস এশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ কাশিম ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ