Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানীশংকৈলে কুকুরের কামড়ে মেয়র আহত জলাতঙ্কনাশক ভ্যাকসিন সঙ্কট

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রানীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পাগলা কুকুরের কামড়ে মেয়র আলমগীর সরকার আহত হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে একটি কুকুর অতর্কিতভাবে মেয়রের বাম হাতে কামড় দেয়ার ঘটনা ঘটেছে। সরকারি নির্দেশ কুকুর নিধন করা নিষেধ। অপরদিকে সরকারের নির্দেশে বাধ্যতামূলক কুকুরকে জলাতঙ্কমুক্ত ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন ছিল, বললেন পৌরবাসী।
জেলার রানীশংকৈল ও হরিপুর উপজেলায় লাগামহীন অসংখ্য কুকুরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে পড়েছে। নিয়ন্ত্রণ ছাড়াই দলবদ্ধভাবে চলছে শহর, বন্দর এবং গ্রাম অঞ্চলেও। স্কুলগামী শিশু বাচ্চারা কুকুরের আতংকে ঘর থেকে বের হতে পারছে না। এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বিছিন্নভাবে মানুষ এবং গরু ছাগলকে বেওয়ারিশ কুকুর কামড় দিয়ে জখম করেছে। এদিকে ১২ ডিসেম্বর হরিপুর উপজেলার সীমান্ত এলাকার গেরওয়াডাঙ্গী গ্রামের আজাহার আলীর ছেলে রিপন (৪)সহ ৩ জন কুকুরের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। তারা আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে জলাতঙ্ক ভ্যাকসেনের জন্য অভিভাবকরা হরিপুর এবং রানীশংকৈল হাসপাতালে না পেয়ে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে যেতে হয়েছে।
এ ব্যাপারে রানীশংকৈল এবং হরিপুর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ করেননি। এ প্রসঙ্গে সিভিল সার্জন ডাঃ এহসানুল করিম জানান, তিনি প্রতি সপ্তাহে চাহিদা দিচ্ছেন। এতে সামান্যতম জেলার জন্য বরাদ্দ রয়েছে। তবে সরকারের পরিকল্পনা রয়েছে এ সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্কট

৪ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ জানুয়ারি, ২০২৩
৬ জানুয়ারি, ২০২৩
২০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ