Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইকবাল সোবহানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা নিজাম হাজারীর

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতাঃ ফেনীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গতকাল (রোববার) বেলা ১১টায় মানহানির মামলা করেন তিনি। মামলায় একই পত্রিকার সাংবাদিক মামুনুর রহমান ও অজ্ঞাতনামা তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
এমপি নিজাম উদ্দিন হাজারীর আইনজীবী আনোয়ারুল করিম ফারুক জানান, ফেনীর মুখ্য বিচারিক মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করেছেন। মামলার আরজিতে বলা হয়, বাদী নিজাম উদ্দিন হাজারী একজন সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাদীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার সুনাম ক্ষুণœ ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার হীন মানসিকতায় দৈনিক অবজারভার পত্রিকার প্রথম পৃষ্ঠায় গত ২৩ জানুয়ারী একটি সংবাদ প্রকাশ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইকবাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ